E-Passport BD Info | ই পাসপোর্ট এর সকল তথ্য

E-passport Info

Location

Dhaka, Bangladesh.

Call Me

+88 01821467869

Follow us :

ই পাসপোর্ট চেক – Online Passport Status Check For BD

এখন বাংলাদেশে অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা খুবই সহজ। চলুন মাত্র ১০ সেকেন্ডে আমরা আমাদের ই পাসপোর্ট এর স্ট্যাটাসটি চেক করে নেই।

e Passport Check Online Near Dhaka

নিচে আপনার সকল সঠিক তথ্য বসিয়ে আপনি আপনার Passport Status টি চেক করে নিন এখনইঃ-

অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম

অনলাইনে বাংলাদেশের পাসপোর্ট চেক করার জন্য আপনি উপরে ফরমটিতে আপনার Online Registration ID আইডি অথবা Application ID বসিয়ে আপনার পাসপোর্ট স্ট্যাটাসটি এখন কি অবস্থায় আছে তা জানতে পারবেন। আপনি চাইলে সরাসরি www epassport gov bd ওয়েবসাইটে গিয়েও আপনার পাসপোর্ট স্ট্যাটাসটি দেখতে পারবেন।

কি ভাবে অনলাইনে বাংলাদেশের পাসপোর্ট চেক করব?

ফর্মটির ভিতরে আমরা অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডির নিচে খালি ঘর পারছি, এই খালী ঘরের ভেতরে যেকোনো একটি আইডি নাম্বার আমরা প্রবেশ করাবো। আইডি নাম্বারটি প্রবেশ করানোর পর আমরা নিচে আরেকটি খালিঘর দেখতে পারছি জন্ম তারিখের।

আমরা পাসপোর্ট করার জন্য যখন Online Passport Application করেছি তখন আমরা যদি Birth Certificate দিয়ে অ্যাপ্লিকেশন করে থাকি তাহলে সেই জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটি আছে সে জন্ম তারিখ বসাতে হবে অথবা যদি NID Card দিয়ে করে থাকি তাহলে এন আইডি কার্ডের জন্ম তারিখ বসাতে হবে।

জন্মতারিখ বসানোর পর নিচে আমরা একটি চার কোণা খালি ঘর দেখতে পারছি পাশে I am human লিখা আছে। সেই ঘরে আমরা ক্লিক করব তারপর ক্যাপচারটি সবুজটিক চিহ্ন উঠার পর আমরা চেক বাটনে ক্লিক করব।

সকল তথ্য যদি সঠিক হয় তাহলে আপনাকে সাথে সাথেই উপরে একটি মেসেজ দেখাবে এবং সেই মেসেজে আপনার পাসপোর্টটি বর্তমান কোথায় আছে এবং কি অবস্থায় আছে তা বলে দেবে।

আরো বিস্তারিত জানতে কিভাবে OID নাম্বার বসাবো অথবা কিভাবে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বসাবো আমার আরেকটি ব্লগ লেখা আছে সেই ব্লগটি পড়লে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন ব্লক টি পড়ার জন্য এই লিংকে (e Passport Check Online) ক্লিক করুন

পাসপোর্ট সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে তাহলে জানতে নিচে কমেন্ট করুন আমি সাথে সাথেই উত্তর দিয়ে সাহায্য করবো। আমার ব্লগটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *