E-Passport BD Info | ই পাসপোর্ট এর সকল তথ্য

E-passport Info

Location

Dhaka, Bangladesh.

Call Me

+88 01821467869

Follow us :

e Passport Fee Bangladesh 2023

ই পাসপোর্ট ফি কত টাকা লাগে করতে ২০২৩

পাসপোর্ট করার চিন্তা করলে মাথায় প্রথমে আসে পাসপোর্ট করতে কত টাকা লাগে। আমরা অনেকেই e Passport Fee জানিনা তাই অনেক সময় আমরা দালালের (পীর বাবা) থেকে পাসপোর্ট করিয়ে নেই। আর e Passport Fee Bangladesh এর মানুষে্অয।করতে গিয়ে অনেক ভোগান্তিতে পরতে হয়। আমরা যদি পাসপোর্ট করার সঠিক নিয়ম জানি তাহলে মাত্র ৪,০২৫ টাকা দিয়ে ৫ বছরের এবং ৫,৭৫০ টাকা দিয়ে ১০ বছর এর পাসপোর্ট করতে পারবেন। এর থেকে বেশি আপনার এক টাকাও খরচ হবে না পাসপোর্ট করতে যদি আপনি জানেন Passport Korte Ki Ki Lage.

e Passport Fee Bangladesh

ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়

সাধারণত আমরা ৩ ধরনের পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারি। পাসপোর্ট ফি উপর নির্ভর করবে আপনি পাসপোর্টটি কত দিনের ভেতর আপনার হাতে পাবেন। পাসপোর্ট এর ফি প্রদান করার জন্য যে ৩ ধরন ফি হয়ে থাকে সেগুলা হলোঃ-

  1. রেগুলার ডেলিভারি (Regular Delivery)
  2. এক্সপ্রেস ডেলিভারি (Express Delivery)
  3. সুপার এক্সপ্রেস ডেলিভারি (Super Express Delivery)

Regular Delivery – রেগুলার ডেলিভারি কি?

আপনি যদি পাসপোর্ট আবেদন করার সময় Regular Delivery দিয়ে Passport আবেদন করেন তাহলে আপনি যেদিন পাসপোর্ট অফিস ফাইল জমা দিবেন সেদিন থেকে শুরু করে ১৫ কর্ম দিবস থেকে ২১ কর্ম দিবসের ভিতরে আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন।

Express Delivery – এক্সপ্রেস ডেলিভারি কি?

Express Delivery দিয়ে আপনি যদি আপনার পাসপোর্টটি করেন তাহলে যেদিন পাসপোর্ট এর ফাইল জমা দিবেন সেদিন থেকে ৭ কর্ম দিবস বা ১০ কর্ম দিবসের ভিতরে আপনি আপনার Passport হাতে পেয়ে যাবেন।

Super Express Delivery – সুপার এক্সপ্রেস ডেলিভারি কি?

Super Express Delivery সাধারণত তারাই করে যাদের খুব জরুরী পাসপোর্ট প্রয়োজন হয়। সুপার এক্সপ্রেস ডেলিভারিতে সাধারণত ২ দিনের ভেতর পাসপোর্টটি আপনি আপনার হাতে পেয়ে যাবেন।

e Passport Fee Bangladesh | ই পাসপোর্ট ফি কত?

বাংলাদেশ সরকার বছর ভেদে এবং পাসপোর্ট এর পাতা অনুযায়ী পাসপোর্ট এর ফি নির্ধারণ করেছেন। পাসপোর্ট এর মেয়াদ ৫ ও ১০ বছরের জন্য আবেদন করা যায়। সাধারণত Passport Page – ৪৮ পাতার এবং ৬৪ পাতার হয়ে থাকে।

বাংলাদেশের অভ্যন্তরে ই পাসপোর্ট ফি (১৫% ভ্যাট সহ)

৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে

👉 ৪৮ পাতার ৫ বছর মেয়াদি – ই পাসপোর্ট ফি

  • Regular Delivery – ৪,০২৫/- টাকা
  • Express Delivery – ৬,৩২৫/- টাকা
  • Super Express Delivery – ৮,৬২৫/- টাকা

👉 ৬৪ পাতার ৫ বছর মেয়াদি – e Passport BD Fee

  • Regular Delivery – ৬,৩২৫/- টাকা
  • Express Delivery – ৮,৬২৫/- টাকা
  • Super Express Delivery – ১২,০৭৫/- টাকা

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে

👉 ৪৮ পাতার ১০ বছর মেয়াদি – e Passport Fee Bangladesh

  • Regular Delivery – ৫,৭৫০/- টাকা
  • Express Delivery – ৮,০৫০/- টাকা
  • Super Express Delivery – ১০,৩৫০/- টাকা

👉 ৬৪ পাতার ১০ বছর মেয়াদ – e Passport Fee

  • Regular Delivery – ৮,০৫০/- টাকা
  • Express Delivery – ১০,৩৫০/- টাকা
  • Super Express Delivery – ১৩,৮০০/- টাকা

বাংলাদেশ মিশনের সাধারণ আবেদনকারীদের জন্য e Passport Fee

৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে

👉 ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি e Passport Fees

  • Regular Delivery: $ ৩০ US ডলার
  • Express Delivery: $ ৪৫ US ডলার

👉 ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি Passport ফি

  • Regular Delivery: $ ১৫০ US ডলার
  • Express Delivery: $ ২০০ US ডলার

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে

👉 ৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি Passport Fees

  • Regular Delivery: $ ৫০ US ডলার
  • Express Delivery: $ ৭৫ US ডলার

👉 ৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি e passport Fee

  • Regular Delivery: $ ১৭৫ US ডলার
  • Express Delivery: $ ২২৫ US ডলার

উপরের সকল তথ্য www.epassport.gov.bd ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। এই তথ্যগুলো 2023 সালের আপডেট অনুযায়ী বসানো হয়েছে। এখন আপনারা সহজেই জেনে গেলেন Bangladesh এর e Passport Fee কত টাকা। এখন আর দালালের ধোঁকায় না পড়ে নিজে নিজে e passport এর জন্য আবেদন করে পাসপোর্ট করে ফেলুন।

যে কাজ নিজে পারবেন সেই কাজ অন্য করে দিয়ে শুধু শুধু টাকা নষ্ট করার কোন মানে হয় না। উপরের কোন তথ্য যদি না বুজতে পারেন তাহলে কমেন্ট করে জানান আমি উত্তর দিয়ে সমাধান করার চেষ্টা করব।

আরো পড়ুনঃ-

01. e Passport Renewal | পাসপোর্ট রিনিউ

02. E Passport Check Online | ২০ সেকেন্ডে

03. E-passport Status Check | ৩ টি উপায়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *