E-Passport BD Info | ই পাসপোর্ট এর সকল তথ্য

E-passport Info

Location

Dhaka, Bangladesh.

Call Me

+88 01821467869

Follow us :

Bangladeshi Passport Renewal All Documents

পাসপোর্ট এর মেয়াদ যখন শেষ হয়ে যায় তখনই আমরা গুগলে খুঁজতে থাকি যে Passport Korte Ki Ki Lage বা ই পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে। চলুন মজার ছলে জেনে নেই Passport Renew Korte Ki Ki Lage.

e Passport Renewal 2024

আমাদের দেশে সবাই অনেক শিক্ষিত তাই পাসপোর্ট রিনিউ করাকে বিভিন্ন নামে ডাকে এই নামগুলো আমি নিচে তুলে ধরলামঃ-

  • Passport Renew
  • Passport Renewal
  • Passport Reissue
  • পাসপোর্ট রি-ইস্যু
  • পাসপোর্ট রিনিউ
  • পাসপোর্ট রেনু
  • পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট Renewal | Renew | Reissue বা নবায়ন যা করেন না কেন সবার কিন্তু ডকুমেন্ট একই লাগবে। আপনি যদি আপনার MRP পাসপোর্ট অথবা e passport Re issuse বা Renewal করতে চান তা হলে এখনই আমার লেখা নিচের তথ্য গুলো পরুন আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে আজই আপনার Passport Renewal করুন এবং নতুন ই পাসপোর্ট বাসায় আনুন। আজকের পর থাকে আপনার আর কারো কাছে জানা লাগবে না যে পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে।

MRP পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নবায়ন করতে কি কি লাগবে?

MRP পাসপোর্ট থেকে epassport রিনিউ করতে যে কাগজপত্র গুলো পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সেগুলো নিচে দেওয়া হলঃ-

  • Passport Renewal Application
  • ই পাসপোর্ট শিডিউল প্রিন্ট কপি
  • আপনার পূর্ববর্তী পাসপোর্ট
  • জাতীয় পরিচয় পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ (BRC)
  • পাসপোর্ট রি ইস্যু আবেদন ফরম
  • পেশা প্রমাণের ডকুমেন্ট
  • নাগরিক সনদ
  • এবং পাসপোর্ট এর ফি জমা দেওয়ার স্লিপ

৬ থেকে ১৫ বছর BD Passport Renewal করতে কি লাগে

  • Appointment | ই পাসপোর্ট শিডিউল প্রিন্ট কপি পেজ {১ পাতার  প্রিন্ট কপি}
  • ই পাসপোর্ট এর অনলাইনের আবেদনের কপি {৩ পাতার প্রিন্ট কপি}
  • পূর্ববর্তী পাসপোর্ট
  • Passport Renewal Form
  • পাসপোর্ট ফি  প্রদানের স্লিপ (মূল কপি)
  • বিদ্যুৎ বিলের কপি (Current Bill)
  • ডিজিটাল জন্মনিবন্ধন সনদ (ইংরেজি ভার্সন)
  • নাগরিক সনদ
  • মা এবং বাবার এনআইডির ফটোকপি (মেইন কপি দেখতে চায়)
  • পিতা এবং মাতার ২ টি পাসপোর্ট সাইজের ছবি
  • মা-বাবা না থাকলে একজন বৈধ অভিভাবকের ছবি দিতে হবে
  • পেশা প্রমাণের কাগজ

বিশেষ দ্রষ্টব্য: সাধারণত ছয় থেকে ১৫ বছর বয়সের বাচ্চারা ছাত্র-ছাত্রী হয়ে থাকে। Student হলে স্কুলের একটি আইডি কার্ডের ফটোকপি।

১৫ থেকে ১৭ বছর Bangladeshi Passport Renewal করতে কি কি লাগে

  • Appointment | ই পাসপোর্ট শিডিউল প্রিন্ট কপি পেজ {১ পাতার  প্রিন্ট কপি}
  • ই পাসপোর্ট এর অনলাইনের আবেদনের কপি {৩ পাতার প্রিন্ট কপি}
  • পূর্ববর্তী পাসপোর্ট
  • Passport Renewal Form
  • Passport Fee প্রদানের স্লিপ (মূল কপি)
  • বিদ্যুৎ বিলের কপি (Current Bill)
  • জন্ম নিবন্ধন সনদ (ইংরেজি ভার্সন)
  • নাগরিক সনদ
  • মা এবং বাবার এনআইডির ফটোকপি (মেইন কপি দেখতে চায়)
  • পিতা এবং মাতার ২ টি পাসপোর্ট সাইজের ছবি
  • মা-বাবা না থাকলে একজন বৈধ অভিভাবকের ছবি দিতে হবে
  • পেশা প্রমাণের কাগজ

সাধারণত ১৫ থেকে ১৮ বছর বয়সের বাচ্চারা ছাত্র-ছাত্রী হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ ১৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে কাজে যোগদান করে পেটের তাগিদে এবং কিছু মানুষ পাসপোর্ট করে বিদেশ যাওয়ার জন্য।

বিশেষ দ্রষ্টব্য: ছাত্র হলে স্কুলের একটি আইডি কার্ডের ফটোকপি অথবা শেষ শিক্ষাগত যোগ্যতার সনদ সাথে জমা দিতে হবে পেশা প্রমাণ কাগজ হিসেবে। ছাত্র না হলে যদি অন্য কোথাও চাকরি করে তাহলে সেই প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র জমা দিতে হবে পেশা প্রমাণ কাগজ হিসেবে।

১৮ থেকে ২০ হলে Passport Renew Korte Ki Ki Lage

  • Appointment | ই পাসপোর্ট শিডিউল প্রিন্ট কপি পেজ {১ পাতার  প্রিন্ট কপি}
  • ই পাসপোর্ট এর অনলাইনের আবেদনের কপি {৩ পাতার প্রিন্ট কপি}
  • পূর্ববর্তী পাসপোর্ট
  • পাসপোর্ট রি ইস্যু আবেদন ফরম
  • Passport fee প্রদানের স্লিপ (মূল কপি)
  • নাগরিক সনদ
  • বিদ্যুৎ বিলের কপি (Current Bill)
  • জন্ম নিবন্ধন সনদ (ইংরেজি ভার্সন) 
  • ভোটার আইডি কার্ডের কপি (NID)
  • পেশা প্রমাণের কাগজ

১৮ বছর হওয়ার পর যদি কেউ জন্ম নিবন্ধন দিয়ে Application করে তাহলে বাবা মার এন আইডি লাগবে আর যদি নিজের এন আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করে তাহলে বাবা মার এনআইডি লাগবে না। আর Student হলে স্কুল বা কলেজের আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং ছাত্র না হলে যেখানে চাকরি করে তার প্রত্যান পত্র লাগবে। আর যদি ব্যবসা করে তাহলে ট্রেড লাইসেন্স লাগবে। 

প্রপ্তবয়স্ক ব্যাক্তির Renew Passport Online Documents

  • Appointment | ই পাসপোর্ট শিডিউল প্রিন্ট কপি পেজ {১ পাতার  প্রিন্ট কপি}
  • ই পাসপোর্ট এর অনলাইনের আবেদনের কপি {৩ পাতার প্রিন্ট কপি}
  • পূর্ববর্তী পাসপোর্ট
  • পাসপোর্ট রি ইস্যু আবেদন ফরম
  • পাসপোর্ট ফি  প্রদানের স্লিপ (মূল কপি)
  • নাগরিক সনদ
  • বিদ্যুৎ বিলের কপি (Current Bill)
  • ভোটার আইডি কার্ডের কপি (NID)
  • পেশা প্রমাণের কাগজ

আপনার বয়স যদি ২০ বছর এর বেশি হয়ে যায় তাহলে আপনি আর জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট এর জন্য Renew Application করতে পারবেন না আপনার অবশ্যই এনআইডি কার্ড লাগবে। তবে বাংলাদেশের কোন মিশনে, কোন প্রবাসী পাসপোর্ট আবেদন করলে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট এপ্লিকেশন গ্রহণ করবে।  ন

কোন পেশার জন্য কোন কাগজগুলো গুরুত্বপূর্ণ পাসপোর্ট নবায়ন এর জন্য??

শিক্ষার্থীদের কি কি ডকুমেন্ট লাগে পাসপোর্ট এর জন্য?

  • সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট
  • স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির প্রধান থেকে সনদপত্র
  • শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড

বিশেষ দ্রষ্টব্য: উপরের যে কোন ১ ডকুমেন্ট জমা দিলেই আপনি সহজে পাসপোর্ট করতে পারবেন। 

বেকার বা কর্মহীন মানুষের কি কি কাগজপত্র লাগে পাসপোর্ট এর জন্য?

স্থানীয় কাউন্সিলর অথবা চেয়ারম্যান থেকে একটি বেকারত্ব সনদ নিবেন তারপর সেই সনদটি জমা দিবে।

প্রাইভেট সার্ভিস চাকুরীর কি কি ডকুমেন্ট লাগে পাসপোর্ট এর জন্য?

প্রাইভেট সার্ভিস হোল্ডার হলে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের এইচ আর এডমিনকে যদি বলেন যে আমি পাসপোর্ট করব তখন আপনাকে একটি অফিশিয়াল প্যাডে প্রত্যয়ন পত্র দিবে এবং সেই প্রত্যয়ন পত্রটি আপনি জমা দিবেন। 

সরকারি চাকুরীজীবীর কি কি কাগজপত্র লাগে পাসপোর্ট এর জন্য?

  • GO {Government Order} অথবা NOC {No Objection Certificate} নিতে হবে
  • অবসর হয়ে গেলে PRL Order {Post Retirement Leave} অথবা পেনশন বই লাগবে

ব্যবসায়ীদের ডকুমেন্ট কি কি লাগে পাসপোর্ট এর জন্য?

আপনি যদি পাসপোর্টে ব্যবসা পেশা হিসেবে দেন তাহলে আপনাকে আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এর কপি জমা দিতে হবে এবং সাথে মূল কপি নিয়ে যাবেন কারণ মাঝে মাঝে তারা দেখতে চায়।

গৃহিণীর কি কি লাগে পাসপোর্ট রিনিউ এর জন্য?

কোন মহিলা যদি বিবাহিত হয় এবং পেশা হিসেবে গৃহিনী দেয় সেক্ষেত্রে তার পেশার জন্য কোন প্রকার ডকুমেন্ট লাগবে না। কোন মহিলা যদি সরকারি চাকরিজীবী হন এবং পাসপোর্টে পেশা হিসাবে গৃহিনী দেন তাহলে অনেক ঝামেলা হতে পারে তাই আপনারা চাকরিজীবী হলে কখনোই গৃহিনী দিবেন না। 

কৃষকের কি কি লাগে পাসপোর্ট রেনু এর জন্য?

আমি আমার অনেক আত্মীয়স্বজনের পাসপোর্ট এর জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছি এর মধ্যে ৩-৪ জন পেশা হিসেবে কৃষক দিয়েছে এবং তারা পাসপোর্ট পেয়ে গিয়েছে। আপনি যদি পেশা কৃষক দেন তাহলে পেশার কোন প্রকার ডকুমেন্ট লাগে না তারপরও যদি আপনার কাছে জমির পর্চা থাকে তাহলে সেটি ফটোকপি করে নিয়ে গেলে ভালো হবে তাহলে আপনার আর কোন ঝামেলা পোহাতে হবে না

অন্যান্য পেশা হলে কি কি ডকুমেন্ট লাগবে Passport Renewal এর জন্য?

আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম, পুরোহিত, আইনজীবী ইত্যাদি ধরনের পেশায় নিয়োজিত থাকেন তাহলে আপনার অবশ্যই পেশা প্রমানের জন্য কোন না কোন ডকুমেন্ট অফিসে দেখাতে হবে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি ডকুমেন্ট লাগে না তবে আপনি অবশ্যই নিয়ে যাবে কারন বিপদের কোন হাত পা নাই। 

বৈবাহিক অবস্থার Passport Renew এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল

অবিবাহিত হলে Passport Renewal করতে কি কি লাগে?

আপনি যদি এপ্লিকেশন এর সময় পাসপোর্টে সিঙ্গেল অথবা অবিবাহিত দেন তাহলে আপনার কোন প্রকার ম্যারিটাল স্টেটাসের কোন কাগজ লাগবে না। 

বিবাহিত হলে Passport Reissue করতে কি কি লাগে?

আপনার পুরাতন পাসপোর্টে অথবা এন আইডি তে আগে যদি অবিবাহিত স্ট্যাটাস থাকে এবং বর্তমান যদি আপনি আপনার স্ত্রী অথবা স্বামীর নাম যোগ করতে চান তাহলে আপনারা অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে। যে ডকুমেন্টগুলা লাগবে তা হলঃ

  • কাবিননামা 
  • কোর্ট ম্যারেজ সার্টিফিকেট 
  • হিন্দু হলে হিন্দু বিবাহ নিবন্ধন সার্টিফিকেট
  • এবং সাথে স্ত্রীর নামে যোগ করতে চাইলে স্ত্রীর এন আইডি লাগবে আর স্বামীর নাম এড করতে চাইলে স্বামীর এন আইডি কার্ড এর কপি লাগবে

ডিভোর্স / ২য় স্বামী বা স্ত্রীর নাম পাসপোর্টে যোগ কারার কি কাগজপত্র লাগে?

আপনি যদি আপনার ১ম স্বামী অথবা ১ম স্ত্রীর নাম পাসপোর্ট থেকে সরিয়ে ২য় স্বামী অথবা ২য় স্ত্রীর নাম বসাতে চান তাহলে আপনার ডিভোর্স পেপার এবং নতুন বিয়ের কাবিননামা অথবা ম্যারেজ সার্টিফিকেট লাগবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনার বর্তমান এনআইডিতে আপনার প্রথম স্ত্রী অথবা স্বামীর নাম থাকে তাহলে আবেদন করার সময় আপনার এন আই ডি থেকে আপনার প্রথম স্ত্রী অথবা স্বামীর নাম চেঞ্জ করে নিতে হবে। যদি আপনি চেঞ্জ না করেন তাহলে আপনার এনআইডির তথ্য অনুযায়ী আপনার পাসপোর্টে আপনার ১ম স্ত্রী অথবা স্বামীর নামই থাকবে চেঞ্জ আর হবে না।

পাসপোর্ট হারিয়ে গেলে রি ইস্যু করতে কি কি লাগে?

হারিয়ে যাওয়া পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে তা নিচে দেওয়া হলঃ-

  • পুরাতন পাসপোর্ট এর ফটোকপি
  • GD এর কপি
  • Appointment | ই পাসপোর্ট শিডিউল প্রিন্ট কপি পেজ {১ পাতার  প্রিন্ট কপি}
  • ই পাসপোর্ট এর অনলাইনের আবেদনের কপি {৩ পাতার প্রিন্ট কপি}
  • পূর্ববর্তী পাসপোর্ট
  • পাসপোর্ট রি ইস্যু আবেদন ফরম
  • পাসপোর্ট ফি  প্রদানের স্লিপ (মূল কপি)
  • নাগরিক সনদ
  • বিদ্যুৎ বিলের কপি (Current Bill)
  • ভোটার আইডি কার্ডের কপি (NID)
  • পেশা প্রমাণের কাগজ

পাসপোর্ট হারিয়ে জাবার পর পাসপোর্ট এর ফটোকপি না থাকলে কি করব?

আপনার কাছে যদি আপনার পাসপোর্ট এর ফটোকপি না থাকে তাহলে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্ট এর একটা কপি নিয়ে আসবেন।

পাসপোর্ট এর জন্য জিডি / GD কি ভাবে করব?

পাসপোর্ট হারিয়ে গেলে আপনি যেখানে পাসপোর্টটি হারিয়েছেন ঠিক সেই থানায় গিয়ে একটি জিডি করবেন। মনে রাখবেন আপনি যেখানে পাসপোর্ট হারিয়েছেন সেই থানাতে GD করবেন তা না হলে থানা থেকে আপনার জিডি নিবে না। আপনি যে থানার আন্ডারে পাসপোর্টটি হারিয়েছেন সেই থানায় আপনাকে GD করতে হবে Passport এর জন্য।

FAQs

পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে?

আপনি MRP passport থেকে E-Passport করেন অথবা নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করেন যাই করেন না কেন পাসপোর্ট ফি সমান টাকা। একই পরিমাণ টাকা দিয়ে হবে পাসপোর্ট নবায়ন বা রেনু করার জন্য। লিঙ্কে ক্লিক করে দেখে নিন e Passport Fee.

পাসপোর্ট রিনিউ করলে পুলিশ ভেরিফিকেশন (Police Verification) লাগে?

পাসপোর্ট রিনিউ করলে কোন প্রকারের পুলিশ ভেরিফিকেশন লাগেনা এবং আপনাকে পুলিশরা ফোনও দেবে না। কিন্তু যদি আপনার পাসপোর্টে কোন কিছু সংশোধন করেন সে ক্ষেত্রে অনেক সময় পুলিশ ভেরিফিকেশন হতে পারে।

পাসপোর্ট রি ইস্যু করতে কত দিন লাগে?

আপনি যদি নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করেন সে ক্ষেত্রে আপনার রিনিউ থেকে বেশি সময় লাগবে কারণ নতুন পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন হয়। আর আপনি যদি পাসপোর্ট Renew করেন সেক্ষেত্রে সাধারণত Police Verification হয় না তাই আপনি আপনার পাসপোর্টটি অতি তাড়াতাড়ি আপনার হাতে পেয়ে যাবেন। কিন্তু কোন কারনে যদি পুলিশ ভেরিফিকেশন হয় অথবা আপনি যদি আপনার পাসপোর্টটি সংশোধন করেন সে ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে।

আপনারা বিভিন্ন ধরনের পাসপোর্ট সম্পর্কিত ব্লগ সাইট পাবেন সেখানে পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে তা দেওয়া আছে কিন্তু সকল ওয়েবসাইটে সঠিক তথ্য দেওয়া থাকে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সব কিছু লিখেছি। আসা করি আমার আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোন কিছু না বুজেন কমেন্ট করে জানান আমি সাথে সাথে উত্তর দিব।

আরো পড়ুনঃ-

01. e Passport Renewal | পাসপোর্ট রিনিউ

02. Passport Check Online | ২০ সেকেন্ডে

03. E passport Status Check | ৩ টি উপায়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *