E-Passport BD Info | ই পাসপোর্ট এর সকল তথ্য

E-passport Info

Location

Dhaka, Bangladesh.

Call Me

+88 01821467869

Follow us :

e Passport Check Online | Passport Status Check

আপনি কি আপনার ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে চান? আমরা অনেকেই জানিনা ই পাসপোর্ট অনলাইন চেক কিভাবে করতে হয়। আজ পাসপোর্ট চেক করার নিয়ম গুলো জেনে যাবেন ব্লগটি পড়ে। পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে আপনার মাত্র ২০ সেকেন্ড সময় লাগবে। কিভাবে অনলাইনে পাসপোর্ট চেক করা হয় তা সবকিছুর নিয়ম নিচে দেওয়া হল এবং ই পাসপোর্ট চেক করতে কি কি লাগে তাও জেনে যাবেন।

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম

ডেলিভারি স্লিপ বা OID দিয়ে e Passport Status Check

E Passport Check Online দেখতে নিচের ফরমে তথ্য দিয়ে Passport Status Check করে নিন Online-এ মাত্র ২০ সেকেন্ডে। আপনার e Passport বা MRP পাসপোর্ট এখন কোথায় আছে তা জানার জন্য নিচের ফর্মে আপনি আপনার ডেলিভারি স্লিপের Application আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি বসিয়ে আপনার e Passport Status টি জেনে নিন। কিভাবে পাসপোর্ট চেক করতে হবে তা ফর্মের ভিতর বিস্তারিত দেওয়া আছে। যদি বুজতে না পারেন তা হলে পাসপোর্ট চেক করার আগে নিচের লেখাগুলো ভালোভাবে পড়ুন তারপর e Passport Check করুন।

এ পাসপোর্ট স্টেটাস চেক করব কিভাবে অনলাইন?

উপরের ফরম এর ভিতরে আপনারা Online Registration ID এবং Application ID দেখতে পারছেন। আপনারা যে কোন একটি ID নাম্বার বসিয়ে আপনার পাসপোর্টটি চেক করতে পারবেন। আপনি চাইলে সরাসরি www.e passport.gov.bd check ওয়েবসাইটে গিয়ে e passport status check করতে পারবেন। কিভাবে দুইটি আইডি নাম্বার দিয়েই পাসপোর্ট চেক করবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ-

Application ID বা ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

OID বা Application ID দিয়ে যেভাবে Passport Check করা যায় ঠিক তেমনি ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায়। উপরের ফরমের ভেতর Online রেজিস্ট্রেশন আইডির পাশে OR দিয়ে একটি Application ID এর খালি ঘর আছে। ওই খালি ঘরে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি বসাতে হবে। ডেলিভারি স্লিপে Application ID থাকে।

e passport check with delivery slip

উপরের ডান ও বাম পাশে রেড মার্ক করা যে নাম্বারটি আছে 4210-000007988 সেটি হল অ্যাপ্লিকেশন আইডি নাম্বার। আর নিচের রেড মার্কটি Date of Birth দেওয়া।

ID নাম্বার, জন্ম তারিখ ও Verification কি ভাবে বসাবো পাসপোর্ট স্টেটাস চেক এর জন্য?

উপরের ফরমে Online Registration ID এর ডান পাশে Application ID এর খালি ঘরে অ্যাপ্লিকেশন আইডিটি বসান এবং জন্ম তারিখ বসান। তারপর I am human লিখাটির বাম পাসে খালি ঘরে ক্লিক করুন। ক্লিক করার পর খালি ঘরে সবুজ টিক চিহ্ন দেখাবে। Human Verification টি শেষ হলে চেক বাটনে click করুন। চেক বাটনে ক্নিলি করার আগে ভাল করে আপনার সব তথ্য চেক করে নিন নিচের ছবিটির মত।

এ পাসপোর্ট স্টেটাস চেক

e Passport Check Online Application ID দিয়ে কেমনে করব?

passport status check

চেক ক্লিক করার পর আপনার পাসপোর্টটি এখন কোথায় কোন অবস্থায় আছে তা দেখাবে। Status টি দেখাবে প্রথমে, Application ID নাম্বার এর উপরে।

Registration ID বা OID নাম্বার দিয়ে এ পাসপোর্ট অনলাইন চেক

আসুন আগে আমরা জেনে নেই অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার কোনটি অথবা আইডি OID কোনটি। নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করুন সেখানে রেড মার্ক করে পাসপোর্ট এর Online Registration ID অথবা ও OID নাম্বার দেখানো হলোঃ-

e-passport Registration ID অথবা OID নাম্বার কোনটি?

পাসপোর্ট চেক করার নিয়ম

Passport Application করার সময় প্রথমে যে সামারি কপিটা (Appointment Paper) দিয়েছিল অথবা পাসপোর্ট অফিসে আবেদন জমা দেওয়ার যে কপিটি ওইখানে আপনি আপনার Online Registration ID বা OID নাম্বার পাবেন। উপরের ছবিতে OID1012123101 এইটি হল Online Registration ID বা OID নাম্বার।

OID নাম্বার, জন্ম তারিখ ও Verification কি ভাবে বসাবো e Passport Online Status Check এর জন্য?

ফরমে OID নাম্বার বসান আপনার জন্ম তারিখ (Date of Birth) বসান, তারপর I am human লিখাটির বাম পাসে খালি ঘরে ক্লিক করুন। ক্লিক করার পর খালি ঘরে সবুজ টিক চিহ্ন দেখাবে। Human Verification টি শেষ হলে চেক বাটনে click করুন। চেক বাটনে ক্নিলি করার আগে ভাল করে আপনার সব তথ্য চেক করে নিন নিচের ছবিটির মত।

e passport check bd online

MRP or e passport OID দিয়ে Check কেমনে করব?

Check click করার পর আপনার পাসপোর্টটি এখন কোথায় কোন অবস্থায় আছে তা দেখাবে। Status টি দেখাবে প্রথমে, Online Registration ID বা OID নাম্বার এর উপরে।

এ পাসপোর্ট স্টেটাস চেক

এখন ই পাসপোর্ট অনলাইন চেক (e Passport Check Online) করা খুবই সহজ। আপনার পাসপোর্ট কোথায় আছে কোন অবস্থানে আছে এখন আপনি খুব সহজে জানতে পারবেন শুধুমাত্র আপনার ডেলিভারি স্লিপ নাম্বার অথবা Online Registration ID দিয়ে। আমাদের ওয়েবসাইটের উপরে যে ফর্মটা আছে সেখানে আপনার ডেলিভারি স্লিপ নাম্বার অথবা Online Registration ID দিয়ে খুব সহজে e passport check করতে পারবেন।

e Passport Status Check By SMS

আমরা দিয়েও e passport check status দেখতে পারব। কি ভাবে SMS দিয়ে e passport check করতে হয় তা নিল লিংকে ক্লিক করে দেখে নিনঃ- Passport Status Check By SMS

যদি আমার লেখায় কোথাও কোন সমস্যা থাকে অথবা আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করুন। যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার কমেন্টের উত্তর জানাবো। কষ্ট করে পুরো কনটেন্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আরো পড়ুনঃ-

01. e Passport Renewal | পাসপোর্ট রিনিউ

02. E-passport Status Check | ৩ টি উপায়ে

03. e Passport Fee BD | পাসপোর্ট ফি

04. New passport korte ki ki lage

17 Responses

  1. Thanks for intensive valuable information. When I need to check my e-passport status check I didn’t get authentic site after that I got your site I’m very pleased.

    1. You are always welcome. If you need any kind of information, please let me know. I will be happy to assist you. Thank you for your valuable response.

          1. Pending Backend verification মানে হল: সার্ভার জনিত কিছু ভেরিফিকেশন। যা সাধারণত খালি চোখে দেখা যায় না। ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

            বিষয়টিকে আরও ভালোভাবে বোঝাতে হলে এটা বলতে হবে যে Passport Pending Backend verification হলো: সরকারের বিভিন্ন অনলাইনে ডাটাবেজ এ থাকা ঐ ব্যাক্তির অগোচরে ভেরিফিকেশন বা তথ্য যাচাই করা।

            অর্থাৎ আপনার তথ্য প্রিন্ট হওয়ার পূর্বে বিভিন্ন রকমের ইনফরমেশন যাচাই বাছাই প্রক্রিয়া হল, ব্যাকেন্ড ভেরিফিকেশন এর একটি নমুনা।

  2. pending backbend verification দেখাচ্ছে,বেশ কিছুদিন হলো একই জায়গায় রয়েছে,
    এখন আমার করনীয় কি,যদি পরামর্শ দিতেন। ধন্যবাদ।

    1. Backbend verification শেষ হলে কাজ শেষ। আর কিছুদিন অপেক্ষা করেন তাহলে পেয়ে যাবেন।

  3. এইটা কি আমি বুঝতেছি না rework /correction
    to the local passport office /please contact with your regional passport offce আমাকে একটু জানাবেন। আমার পাসপোর্ট ডেলিভারি তাং ১৮/১২/২০২৩

    1. আমরা যখন পাসপোর্ট আবেদনের জন্য আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট ফরম, ফিঙ্গারপ্রিন্ট, আনুষঙ্গিক কাগজপত্র, আঞ্চলিক অফিসে যে সকল কার্যক্রম আছে সকল কার্যক্রম শেষ হয়ে এবং পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমাদের পাসপোর্টটি যখন ঢাকা আগারগাঁও পিন্ট হওয়ার জন্য চলে যায় তখন sent for rework এই স্ট্যাটাসটি শো করে থাকে।

  4. আসসালামু আলাইকুম ভাইয়া আমার পাসপোর্ট কেউ পুলিশ ভেরিফিকেশনে আজকে প্রায় অনেকদিন ধরে আটকে আছে তার করণীয় কি আমি পাসপোর্ট জমা দিয়েছিলাম 20/11/2023

    রিসিভ তারিক দিয়েছিল 20/12/2023 পাওয়ার কথা কিন্তু আমি দেখতে পারছি আজ ১৫-২০ দিন ধরে একই জায়গায় পড়ে আছে পুলিশ ভেরিফিকেশন এখন আমার করনীয় কি প্লিজ ভাইয়া জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *